ওরা ছোটলোক! তাইনা? ওরা কি বুঝবে টেটাস, এটাই বাবুদের রীতিনীতি, ভদ্র সমাজে যারা আওড়ায় মনুষ্য নীতি।

Story and Article

 

আগুন

কলমে - শ্রী রাজীব দত্ত আগুন জ্বালাতে চাই না তোমার শহরে নয়, শহরের যে বোকা মানুষগুলো দিনের পর দিন বোকা হয়ে রয়েছে, যাদের অসহ্য খিদের জ্বালা। যাদের মাথা গোঁজার নেই কোন ঠাই , তাদের মনের ভেতর আগুন জ্বালাতে চাই। যারা শিক্ষার আলো থেকে অনেক দূরে, যাদের প্রতিবাদের ভাষা মানে থাকো চুপ করে। ঠিক তাদের চোখই আগুনের লেলিহান শিখা। আর মুখে প্রতিবাদের গালাগাল মাখা ভাষা, শুনতে চাই... যারা আগে থেকেই মরেছিল, সমাজ ব্যবস্থা বারংবার তাদেরই কেবল শাস্তি দিল। অর্থের জোরে আসল যারা দোষী তারাই সোনার সিংহাসন পেল? যে চাষী ভাইয়ের, দিনরাতের অক্লান্ত পরিশ্রম মাটি মাখা পায়, মাথায় ঘাম, কই? তাকে তো দেওয়া হয়নি সঠিক দাম। যে কুলিটা ... ভারী ভারী ব্যাগ নিয়ে ছুটে বেড়ায় সারাটা প্লাটফর্ম সেও তো পাইনি... ন্যায্য অর্থ বিনিময় পারিশ্রম। ওরা ছোটলোক! তাইনা? ওরা কি বুঝবে টেটাস, এটাই বাবুদের রীতিনীতি, ভদ্র সমাজে যারা আওড়ায় মনুষ্য নীতি। ওটা না থাকলে আমরা অন্ধ প্রতিটা পদে আমরা ওদের কাছে দায়বদ্ধ। যে কেউ লোকটি চাষ করে, সোনার ফসল ফলায়, যে কুলিটি বোঝা টানে। কিংবা খেলা গাড়ি চালায়, তারাই আমাদের প্রকৃত বন্ধু সমস্ত সময় আমাদের সাহায্যের হাত বাড়ায়। সত্যি সত্যি যদি ওরা একবার জ্বলে উঠে, চারিদিকে ছড়িয়ে পড়বে বিদ্রোহ, বেজে উঠবে প্রতিবাদের দামামা, চিরতরে মুছে যাবে তোমার আমার টেটাস ঘুচে যাবে সব পরিকল্পিত বর্বরতার কাল সীমানা।