Home শীতকাল রঞ্জিত দে এরপর আছে পিকনিক দল বেঁধে সবাই যায় ভাত মাংস মাছের পদে কবজি ডুবিয়ে খায়। শীতকালরঞ্জিত দেশীতকালেতে সবার শরীর ভীষণ ভালো থাকেখাবার ভালো চাইলে খেতে খেয়ে নিন এই ফাঁকেবন জঙ্গল বা নদী সাগরে এটা বেশ ঘোরার সময়ঠান্ডাতে বেশ জমিয়ে ঘোরা বেশ দারুন আনন্দ হয়এরপর আছে পিকনিক দল বেঁধে সবাই যায়ভাত মাংস মাছের পদে কবজি ডুবিয়ে খায়।শীতকালটা চলে গেলে হারিয়ে যায় আরামএরপর দিনগুলো সেই প্যাঁচপ্যাচে সেই গরম।(রঞ্জিত দে)
Post a Comment