এরপর আছে পিকনিক দল বেঁধে সবাই যায় ভাত মাংস মাছের পদে কবজি ডুবিয়ে খায়।

 

Story and Article


শীতকাল

রঞ্জিত দে

শীতকালেতে সবার শরীর
ভীষণ ভালো থাকে
খাবার ভালো চাইলে খেতে
খেয়ে নিন এই ফাঁকে
বন জঙ্গল বা নদী সাগরে
এটা বেশ ঘোরার সময়
ঠান্ডাতে বেশ জমিয়ে ঘোরা
বেশ দারুন আনন্দ হয়
এরপর আছে পিকনিক
দল বেঁধে সবাই যায়
ভাত মাংস মাছের পদে
কবজি ডুবিয়ে খায়।
শীতকালটা চলে গেলে
হারিয়ে যায় আরাম
এরপর দিনগুলো সেই
প্যাঁচপ্যাচে সেই গরম।
(রঞ্জিত দে)