নিজের সব অস্তিত্বটুকু উজাড় করে আমি বুঝিনি আমার লক্ষ্য ; ছুটেছি শুধু, পাইনি তাই মোহনা চিহ্ন ; সাগর গর্ভ।
বুঝিনি লক্ষ্য
-সৌরভ দুর্জয়
--------------
আগে ছুটেছি গতি হারানো নদীর মতো
উত্তাল ঢেউ তরঙ্গ মধু ছড়ায়ে দিয়ে
নিজের সব অস্তিত্বটুকু উজাড় করে
আমি বুঝিনি আমার লক্ষ্য ; ছুটেছি শুধু,
পাইনি তাই মোহনা চিহ্ন ; সাগর গর্ভ।
নদী যদিও গতি হারায়ে পায় সাগর
মিশেও যায় সাগরপানে লক্ষ্য অর্জনে।
নদীর গতি আর আমার গতির রূপ
একই নয় বুঝলাম যে অনেক পরে;
যখন আমি স্রোত হারানো মরা তটিনী
আমার নাই যখন গতি ;উত্তাল ঢেউ।
২০/০১/২০২১
খুলনা।
** অক্ষরবৃত্ত
Post a Comment