কে আর প্রেমের জমিতে তিল বোনে?মন দিয়ে শ্রম দিয়ে কোন উদোম চাষাও পথে না চেনা ।
লুট
বিশ্বনাথ পাল
যদি যাই তবে তোমার বাড়ি হয়েই যাব।
দুদণ্ড দেখা করব।
গল্প করব।
মনখুলে হাসব তারপর না হয় হাঁটা - -।
ঠিক এই রকম ভাবনার মেঘ মনের আকাশে বিছিয়ে বন্ধুর সাথে গলা মিলিয়ে কেউ কি আসে না,আসা সম্ভব? না এই পথ কেমন যেন,এই পরিবেশ কেমন যেন !এই ক্ষয়িষ্ণু মন আর ক্ষয়ে যাওয়া বিবেকের আওতা মুক্ত জীবনে উথাল পাতাল ঢেউ মাতাল হয়ে বিশ্বাসের ছাতাটাকে চামচিকে বানাচ্ছে।
হাইড্রেন থেকে ছিটকে আসে জল।।মানসীর ঘন লিপস্টিক দেওয়া ঠোঁটে।রেশমি চুলের বনে সূক্ষ্ম বাতাসের ভেলা আলোয় আলোয় উদ্ভাসিত ।মন কেমন করা বিকেলে।হাতের রেখার দিনগত ফল নেটে কে যেন জানিয়েছে । কে আর প্রেমের জমিতে তিল বোনে?মন দিয়ে শ্রম দিয়ে কোন উদোম চাষাও পথে না চেনা ।তবু ও এই ভাবনার অলিন্দে মণিদীপার সাথে মানিক একসাথে পথ চলতে সম্মত হয়।
বিকেলের রোদ তেরচা হয়ে লুটিয়ে পড়ে আদিগন্ত আলুলায়িত হলুদের বনে।সবুজ টিয়া পাখিটা কি জানি আজ কিসের প্রয়োজন ভেবে ধারাল সুন্দর ঠোঁটে জগতে যত:নোংরা ময়লা ঘেঁটে ঘেঁটে অবশেষে পেয়েছে সোনার পিদিম জ্বালা পথে হাতেমতাই।ইউরেকা।
আবার সঙ্গী হীন মানুষ ফেসবুকে ফটো সেট করে কুড়ি বছর আগের ছবি দিয়ে গেল । বিয়েটা দৈবাত্ ভেস্তে গেল তাই।ডিভোর্স।বন্ধু হয়ে থাকার উভয়ের ফাঁকা চেকের কারবার।সতী তুমি লুটে নাও জখের ধন।যতটা ইচ্ছে কিম্বা তারো বেশি প্রয়োজন।
Post a Comment