সে ছেলে তো ছেলে নয় মহা ধড়িবাজ, ভালোবেসে কাছে এসে শিরে ফেলে বাজ । লেখাপড়া রুচি নেই, ভাবে সারাদিন,
সেই ছেলে
সুব্রত মজুমদার চাঁদপানা মুখখানা মুক্তোর হাসি দেখে যদি যাও ভুলে তবে গেছ ফাঁসি। সে ছেলে তো ছেলে নয় মহা ধড়িবাজ, ভালোবেসে কাছে এসে শিরে ফেলে বাজ । লেখাপড়া রুচি নেই, ভাবে সারাদিন, কূটনীতি রাজনীতি যত নীতিহীন - সবকাজে উৎসাহ, ভয়ে সবে জব্দ। 'কি করে কারে ধরে' মনে এই শব্দ। তবুও শান্ত ছেলে রুচির পাহাড়, দেয় গালি খালি খালি ভাষার বাহার। মা বলে 'গুড বয়' দাদা বলে 'সোনা' আরো লোকে নানা বকে, লক্ষ্মী সে ছানা। শুধু ঘরে বসে বসে বাচ্চা ও অন্ডা ফিসফিসে বলে রোষে ছেলে নয় গুন্ডা।
Post a Comment