বিরক্ত হয়ো না আর শান্ত সমাহিত জীবনে খুঁজে নাও রত্ন ভান্ডার। সৃষ্টি র আনন্দে আমি নিজেকে ভুলে গিয়েছি
কবিতা : অচলা পাথর দেবীর কাছে
কলমে : রামপ্রসাদ চক্রবর্ত্তী
3rd February / 2022
সম্পূর্ণ শেষ তোমার পূজার আয়োজন
দেবী দিন চলে যায় --- ওই রাত্রি আসছে
বিশ্বাস করো --- আমার ভয় পাখি
ঘূমিয়ে পড়েছে কখন আমি জানি না।
তোমাকে মানায় না কোনো ব্যভিচার
তুমি শান্তি তুমি শুচি জীবন আমার
আটপৌরে জীবনে সুশিক্ষার -------
সুমেরু ভূমি তলে জ্ঞান বৃক্ষ যে তুমি
অচলা পাথরের দেবী মূর্তি ---মহাশ্বেতা।
পশু মনের মানুষ ভাবো তুমি আমাকে
কি হয়েছে তাতে--- সময় থেমে গিয়েছে?
তোমার ভাবনা আমাকে স্বর্গে নেবে না আর
যার পর নাই চিন্তিত আমি পূজা নেবে কি আমার।
----------------------------
কবিতা : যবনিকার আড়ালে
কলমে : রামপ্রসাদ চক্রবর্ত্তী
3 ফেব্রুয়ারি 2022
জতুগৃহ জ্বলছে
আকাশের বুকে জ্বলছে ব্যথার আগুন
মানুষ পোড়া গন্ধে বাতাস ভারি
নীরব নয়নে অশ্রু জল
পোড়া মাটির দেশ কাঁদছে
মহাকাল কি থমকে দাঁড়ালো?
ঈশ্বর সহায়তা ---- আকাশ বানীতে
মহাভারত পথ হাঁটছে --------
কালের গর্ভে গভীরে
মহানন্দার ঢেউ ভাঙছে
সময়ের অপেক্ষা শুধু
যবনিকা র আড়ালে মানুষ ই দানব!
প্রকাশিত সত্যের কে করবে কন্ঠরুদ্ধ ?
---------------------
কবিতা : বিশ্বাসেই মিলবে সব
কলমে : রামপ্রসাদ চক্রবর্ত্তী
2nd february / 2022
শুরু আমরণ অনশন শুরু
দুরু দুরু বুকে স্বপ্ন না দেখাই ভালো
আর দেখো না স্বপ্ন মন যে কাঁদে হায়
হবে না। হবে না স্বপ্ন পূরণ - মহামরণের আগে
আসুক মরণ---- ভয় কি! ভয় কে জয় করেছি।
জানি গো জানি ওগো মহারাণী
আমি তোমাকে যতটা ভালোবাসি
তার থেকে ও অনেক অনেক বেশি
তুমি যে ভালো বাসো আমাকে -- আমি জানি।
শ্রী রাম কৃষ্ণ চরণ স্মরণ আমার
পীতাম্বর পিতা ভাগ্য বিধাতা যিনি
মানো না কি মানো না জানি না --
বিশ্বাসের আধার তিনি -- আমার অন্তর্যামী।
ঠাকুর শ্রী পরমহংস বানী-----
বিশ্বাসে মিলায় বস্তু --- তর্কে বহু দূর।।
----------------------------
কবিতা : জানো কি জোনাকি
কলমে : রামপ্রসাদ চক্রবর্ত্তী
2nd february / 2022
জানো কি আমার প্রাণের জোনাকি
কতো কাল পর তোমাকে প্রান ভরে দেখেছি
প্রকাশ তোমার চোখের আলোতে
তপ্ত কঠিন রোদ্দুরে পিচ্ গলা রাজপথের
কিনারে--- তোমাকে আমি দেখেছি ---
প্রানের স্পন্দনে পেয়েছি তোমাকে
মরা গাঙে হঠাৎ জোয়ার এলে ----
হ্নদয়ে যেমন হয় আর কি !
কেনো তোমার এমন দীন বেশ?
সন্ন্যাসিনী নাকি! যদিও অপরাধ তবুও
তোমার সুন্দর গালে মারবো -- কষ্টের থাপ্পড় ।
ফুল পরী সাজ তোমাকে ই মানায়
সারাদিন সারারাত জীবন নিঝুম আঁধার
তুমি চরণ ছন্দে বাজিয়ে নুপুর ধ্বনি ----
হারাও------- হারিয়ে যাও কোন অজানায
অজান্তেই তুমি আমার-- ভালোবাসি যে
---------------
কবিতা : বেনো জল
কলমে : রামপ্রসাদ চক্রবর্ত্তী
1 st february 2022
শিশির সিক্ত এমন ঝরা পাতার দিনে
হেমন্তের হরিৎ অরণ্যে
কিংবা পুষ্প বীথি কুঞ্জে তোমার
পদচারণা আনমনা ---- উদাসী নয়না
খুঁজে নাও জীবন দোসর নীল অম্বর
ম্লান সময় করেছো তো জয়! সত্যিই?
আগামী বসন্তের দিনে শুভ বার্তায়
মনেতে সাত রঙ সাজাও গো প্রিয়া
ফেরাও হ্নদয় তোমার আপন কুলায়।
গর্ভধারিণীর বুকে দিতে নেই কোন ব্যথা
তাই বলি-- বিরক্ত হয়ো না আর
শান্ত সমাহিত জীবনে খুঁজে নাও রত্ন ভান্ডার।
সৃষ্টি র আনন্দে আমি নিজেকে ভুলে গিয়েছি
চলে যাবো তাই সুদূরের ডাকে দিয়েছি সম্মতি
একথাও সত্যি------ তোমার ই বিচারে
অসভ্য মানুষ আমি নগন্যই অতি -------
জীবনে আমি তোমার হঠাৎ বেনো জল কি!
----------------
কবিতা : ভাগীরথী বহে চলে
কলমে : রামপ্রসাদ চক্রবর্ত্তী
1st February 2022
ভাগীরথী বহে চলে
নবীন নব দিগন্তের পানে
জীবনের গানে
কল্লোলিত তরঙ্গের দানে
মুখরিত জনপদ
মাঝি মাল্লারা ওই
দূর দূর যাত্রায়
চলেছে কোথায় কে জানে!
নিরালায় আমিও
ওই নদী পানে চেয়ে
দখিনের খোলা জানালায় একাকী
নয়ন মাঝারে দেখি তাকে
বহতা নদী ভাগীরথী
তাকেও খুব মনে পড়ে
একান্তে তাকেই দিয়েছি
ভালোবাসার স্মৃতি স্বর্ণ অতীত
জীবনের গানে হয়তো মনে মনে
অতীত কথা বলবে একদিন
ভাগীরথী বহে চলবে
বর্তমান ও কাল অতীত ।
-------------------
চাঁদে শ্রী
রামপ্রসাদ চক্রবর্ত্তী
আমি--- আমার --- তোমারও
মুক্তির স্বপ্নের স্বর্গে করি বিচরণ
শুধু তোমার চাঁদ মুখটি দেখে-- বুঝি
হেরেও হারিয়ে যাবো না যে---
খুব খুব ভালোবাসি যে শুধু তোমাকেই।
-----------------------
কবিতা : সম্মান
কলমে : রামপ্রসাদ চক্রবর্ত্তী
31 জানুয়ারি 2022
নিজেকে গোপন করা কি ঠিক কাজ!
গুরু গম্ভীর জীবন বেদের মদিরতায়
কল্পনা আশ্রিত বাস্তব ----------
মাত্র দুটি শব্দ ------ আশা ও ভালোবাসা।
দূরত্বের লক্ষণ রেখায় আবদ্ধ --- সীমানা।
আমি ব্রাম্ভণ নোই বোধহয় নমশূদ্র!
জাতপাত কোথায় পাবে ------- যাবে
দেয়া নেয়া র জটিল আবর্তনে মায়ের ভোগ খাবে?
আমি ও মানি না জাতের জাঁতাকল
জন্মের জয় তিলক মোঁছে না কখনো যে।
পাঁচ----- পাঁচটি ইন্দ্রিয় যাতনায়
মানুষ এমনিতে ই অহরহ হচ্ছে ভষ্মীভূত।
বাড়তি একটা আবার আমার
জুটেছে কপালে --- আবেগাশ্রিত অনুভব
লেখা হয় । লিখতে হয়--- আরব্ধ সীমানায়
ধবলগিরি র ধৌত হ্নদয় বিন্যাসে।
সব ই বুঝি --- আমাকেই বুঝলো না কেউ।
সারৎসার জীবনের মান-- সম্মান! সম্মান!
-------------------
কবিতা : তকমা
কলমে : রামপ্রসাদ চক্রবর্ত্তী
30 January 2022
নিলর্জ তার জবর একটা " তকমা "
তিরস্কারে নয় পুরস্কারে পেয়েছি বটে !
সবারই লজ্জা আছে। ঢাকা লজ্জা বিস্তর
লজ্জাতেই শরম নাশের কুলোর বাতাস আছে।
লজ্জায় সৃষ্টি সুখের দৃষ্টি কোন পাল্টে যায় যে।
ভয় ও আছে। ভয় পিছু নেয় লজ্জার
জয় করা ভয়কে নয়তো সহজ কাজ।
আমার বাউল মনে ওসবের বালাই নাই
নিলর্জ তার জবর একটা " তকমা "
জীবন ভরিয়ে দিয়েছে তাই ---------
তাই তাই তাই --- এখন মামার বাড়ি যাই।
--------------------------
কবিতা : এই তো একটাই জীবন
কলমে : রামপ্রসাদ চক্রবর্ত্তী
৩০ শে জানুয়ারি ২০২২
এই তো একটাই জীবন
একটা আকাশ হতে পারতো
কিন্তু চাঁদ তারা কোথায় পাবো
আর নীল রঙ হারিয়ে ফেলেছি কবে!
এই তো একটাই জীবন
একটা নদী হতে ক্ষতি কি ছিল!
নদীও হতে পারবো না আমি
কেউ নদীকে বিশ্বাস করে না তাই।
এই তো একটাই জীবন
বাদ সব বাদ দিলাম
এবার আমি সাগর হবো।
নীল রঙ ও পাবো!
সাগরও হতে পারলাম না
নিস্তার হীন জীবন যন্ত্রনা নেই বলে।
জীবনের সংশোধিত সংবিধান
কে যেন ছিঁড়ে ফ্যালা ফ্যালা করে
পথের ধুলোয় ছড়িয়ে দিয়ে
ওই সুদূরের আঁধারে হারিয়ে গেলো।
---------------------
কবিতা: একটি উৎশৃঙ্খল প্রেমের গল্প
কলমে : রামপ্রসাদ চক্রবর্ত্তী
৩০ শে জানুয়ারি ২০২২
---- করিস নে আর ছল্
বল্ আমাকে বন্ধু বল্
---- বন্ধু তুই তো আছিস আমার
বলার কি আছে নতুন করে বল্
----- দূর পাগল কথা টা ভালো করে বোঝ
তুই যে আমার সব -- গোবলা তুই সব।
----- সব মানেটা কি বলতো শুনি -- বল্।
----- বলবো কি আর তোর মাথার ঘি পিত্তি
এই তুই আমাকে একবার ভালোবাসি বল্
----- আরে দূর তোকে বলবো --- ভালোবাসি!
লজ্জায় মরে যাই? মরে যাই আর কি!
---- মরবি? তো মর তবে এখানেই মরে যা
এই খুলে দিলাম ব্লাউজ প্যান্টি আর ব্র্যা।
---- হায়! হায়! নেই তোর কোনো ভয়ডর
তোদের এই ছাদের একলা ঘরে
লন্ডভন্ড কান্ড দেখে ফেললে আসবে তেড়ে।
রইল তোর ভালোবাসা আমি চললাম ঘর।।
--------------------------
কবিতা: মন মাঝি রে হাল ছাড়িস নে
কলমে : রামপ্রসাদ চক্রবর্ত্তী
রচনা কাল : ৩১জানুয়ারী ২০২২
ছিল না মাস্তুল
দাঁড় দাঁড়ি পাল ছিল না কিছু
যৌবনের আঙিনায় ভরা নদী
বাইছি একটা ভাঙা ডিঙি নৌকা!
পশ্চিমের মেঘে ---- দু: সাহসী
আকাশ কালো উঠলো ঝড়
বৃষ্টি নামে ঝমঝমিয়ে
শব্দে নাচে ঝাঁপানতলার ঢেউ
রতি স্নানে এলোকেশী সর্বনাশী তুফান ঠেলে
আমার ভাঙা ডিঙি নৌকা চলে হেলে দুলে ।
হায়! মাঝ নদীতে ভাঙা ডিঙি নৌকা
জীবন মরণ লড়ছে লড়াই
বাঁচতেই হবে বিরুদ্ধে যে দূর্যোগ!
মন মাঝি রে হাল ছাড়িস নে
জীবনে বাঁচতে আর হয়তো
জীবনে আসবে না এমন সুবর্ণ সুযোগ!
--------------------------
কবিতা : ভাগীরথী বহে চলে
কলমে : রামপ্রসাদ চক্রবর্ত্তী
1st February 2022
ভাগীরথী বহে চলে
নবীন নব দিগন্তের পানে
জীবনের গানে
কল্লোলিত তরঙ্গের দানে
মুখরিত জনপদ
মাঝি মাল্লারা ওই
দূর দূর যাত্রায়
চলেছে কোথায় কে জানে!
নিরালায় আমিও
ওই নদী পানে চেয়ে
দখিনের খোলা জানালায় একাকী
নয়ন মাঝারে দেখি তাকে
বহতা নদী ভাগীরথী
তাকেও খুব মনে পড়ে
একান্তে তাকেই দিয়েছি
ভালোবাসার স্মৃতি স্বর্ণ অতীত
জীবনের গানে হয়তো মনে মনে
অতীত কথা বলবে একদিন
ভাগীরথী বহে চলবে
বর্তমান ও কাল অতীত ।
-------------------
Post a Comment