আজ, তুমি নির্বাক হলেও --- দিগদর্শনে নশ্বর দেহের দাহ-পর্ব ধরে ধরে শুনব একাকী, মোহিনী-বৃত্ত মাঝে সেই বিস্ময় সুরের আত্মদর্শন কথা!
সুরের পুজারী
-- দীপক বেরা
বীণার তারে লেগে আছে অশ্রুজল
কেবলই এক বিষণ্ণ স্তব্ধতা বেজে ওঠে
বীণা ছেড়ে কখন ধীর পায়ে হেঁটে চলে গেছ..
রেখে গেলে প্রেমশীতল স্নেহ-ভালোবাসা
দোলায়িত সুরের মূর্ছনায় সিঞ্চিত শান্তিজল!
আজ, তুমি নির্বাক হলেও ---
দিগদর্শনে নশ্বর দেহের দাহ-পর্ব ধরে ধরে
শুনব একাকী, মোহিনী-বৃত্ত মাঝে
সেই বিস্ময় সুরের আত্মদর্শন কথা!
হয় তো এভাবেই,
আত্মস্থ করার মগ্ন-পরিক্রমায় বুঝি,
নিয়ত নিশান ধরে সুরের পুজারী হয়ে
সুর-মূর্ছনায় সুরসম্রাজ্ঞী হয়ে
থাকবে তুমি, --- চির জাগরুক!

Post a Comment