রাখব তোমায় মনের কোনে বাসব ভালো হৃদয় দিয়ে মৃত্যু তুমি আসবে পরে বার্তা দেব জমালয়ে।
বন্ধু হবে?
কলমে সবিতা কুইরী ০৩-০২-২০২২ বন্ধু হবে? হবে? তুমি কি আমার বন্ধু হবে? মন খারাপে থাকবে সাথে তুমি কি তখন সঙ্গ দেবে? বল না তুমি বন্ধু হবে? বন্ধু হবে, বন্ধু হবে? আনন্দ আর সুখে দুখে আমায় তুমি গান শোনাবে? ভাসবে ভালো বন্ধু হয়ে থাকবে জেগে আমার সাথে পূর্ণিমার চাঁদ নাইবা থাকুক জাগবে অমাবস্যার রাতে? বলব আমি মনের কথা তোমার মতো বন্ধু পেলে বাঁচব আমি নতুন করে বন্ধু হবে কথা দিলে। রাখব তোমায় মনের কোনে বাসব ভালো হৃদয় দিয়ে মৃত্যু তুমি আসবে পরে বার্তা দেব জমালয়ে।
Post a Comment