যারা আছে মাঝে কিম্বা নীচুতে , তারাই করবে বিচার । এগুলো আগের শাসনের ফল ,
রাহু গ্রাস
সুদীপ চক্রবর্তী অবশেষে সূর্য রাহুতে গ্রাস হলো , সবটাই ফেললো না গিলে , কিছুটা গলায় , কিছুটা মুখে ,বকিটা বাইরে রইলো । যারা নীচুতে ছিল তারা ঘুটঘুটে অন্ধকারে , শ্বাস কষ্টে নিশ্চুপ মেরে গেলো , মাঝেরা আলো আঁধারীতে চলতে গিয়ে , শুধু মাত্র বাঁচলো । আলো আঁধারীতে বাঁচা ও মরার মাঝে কোথায় যেন তলিয়ে গেলো , উপরের লোকেদের এ সবের কোনো অভিজ্ঞতা নেই । তাদের জীবন শুধু রোশনাই আর রোশনাই , যারা বসে আছে ঝকঝকে আর তকতকে সিংহাসনে , তারা বলছে এ সব সমস্যা কেটে যাবে অল্পক্ষনে । এটার সত্যতা কম , বেশিটাই প্রচার , যারা আছে মাঝে কিম্বা নীচুতে , তারাই করবে বিচার । এগুলো আগের শাসনের ফল , মুক্ত করতে হবে দূষণ , বেঁচে আছি যতক্ষন , এখন আমরা চালাচ্ছি প্রশাসন । আমাদের সাথ দাও , করো সমর্থন , তোমাদের সমর্থন থাকলে করতে পারবো প্রজাপালন , কাউকে করতে দেবোনা কোনো আস্ফালন ।
Post a Comment