এই বুকটা চিরলে দেখতে পাবে আমার বাংলা বলার ধরণ আর একটি ভাটিয়ালি দেশ।

Story and Article

 

বাংলা আমার

তপন মাইতি

কোনোদিন ভুলতে পারব না
একদমই না
জীবন বা জীবিকার জন্য
সবার ও তো একটা ভালোলাগা আছে
সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করার অধিকার
একুশে ফেব্রুয়ারি যেভাবে মনে করিয়ে দেয়
অন্য ভাষার মতো আমরা ও স্বনির্ভর
পৃথিবীর সব চাইতে মধুরতম ভাষা
বাংলার “ব” আর বাঙালির “ব” বর্ণমালার শুধু “ব” নয়
মাতৃভাষার দুটো “ব” বিশ্ব “ব” তে একাত্ম হয়ে যাচ্ছে
আন্তর্জাতিকতা
কোন কলেজ তরুণ লুকিয়ে বাঁচিয়ে প্রথম প্রেমের চিঠি লিখছে
যে ভাষায় বাঙালির কথা সারাবিশ্ব একদিন শুনেছিল
লিখতে গেলে হয়তো ফুরিয়ে যাবে অগুনতি দিস্তা দিস্তা কাগজ
কোনোদিন ছাড়তে পারব না
এক্কেবারে না
রূপসী বাংলার কথা
খুপড়িতে কেউ রাইফেল ধরলে
সোজাসেপ্টা বলে দেব মুখের ওপর
শেষ কথাটা ‘জয় মা….’
এই বুকটা চিরলে দেখতে পাবে
আমার বাংলা বলার ধরণ আর একটি ভাটিয়ালি দেশ।