আকাশের সমস্ত মেঘকে পাঠিয়েছি মহাশূন্যে , মহাজাগতিকের দুয়ারে ,

Story and Article

 

রৌদ্র

সুদীপ চক্রবর্তী আমি রৌদ্র , সারা আকাশ জুড়ে খুঁজে বেড়াচ্ছি একটু ছাওয়া , বিশ্রাম নেব বসে । সারাদেশে জুড়ে খুঁজছি একটু বৃষ্টি , শরীরের জ্বলন কমাবো বলে । আকাশের সমস্ত মেঘকে পাঠিয়েছি মহাশূন্যে , মহাজাগতিকের দুয়ারে , ঝকঝকে নীল আকাশ , মুক্তা ফলের ন্যায় । গহন অরণ্যে আমি আলো নিয়ে পৌঁছাই , গভীর অরণ্যে থাকা প্রাণীদের সামান্য উত্তাপ দেব বলে । আমার গায়ের গন্ধ পাখির ডানা থেকে মুছে ফেলে ,পাখি ঘরে যায় , এখানে ঘুমিয়ে পড়ে অন্য দেশে জেগে উঠি , কোনটা আমার দেশ এখনও জানা হলো না । শিশুর হাসির উপর ঠিকরে পরলে , হীরের মত ঝকঝক করে । আর মায়ের চোখের জল গড়ালে , পৃথিবীকে পুড়িয়ে ছারখার করি । আবার ঝড় বৃষ্টিকে ডেকে এনে সৃষ্টিকে শান্ত করি , আমি রৌদ্র , নবরসের এক রস , আমার শেষ অংশ শান্ত রস । সৃষ্টিকে শান্তিতে ভরিয়ে দিই , আলো আর রোশনাইয়ে পৃথিবী ঝলমল করে । কোলকাতা : ০৮/ ০২/ ২০২২