ঋষি মুচি অলি পাপী বাদ নাই কেউ আমি শুধু সয়ে যাই বেদনার ঢেউ তবুও রাখে না কেউ অধমের খোঁজ।
জীবন খেয়া
-সৌরভ দুর্জয়
-------------------
করি পার ঘাটে যাত্রী আমি এক পাটনী
নাই রাত নাই দিন থাকি নদী মাঝে
নাই ঝড় নাই ঝঞ্ঝা ব্যস্ত থাকি কাজে
যাত্রীদের হাসি মুখ ঘুঁচে দেয় খাটনী।
কতো যাত্রী পার করি আমি বোকা রোজ
ঋষি মুচি অলি পাপী বাদ নাই কেউ
আমি শুধু সয়ে যাই বেদনার ঢেউ
তবুও রাখে না কেউ অধমের খোঁজ।
আমার জীবন খেয়া ডুবুডুবু আজ
পারি না করিতে পার আগের মতন
তবুও পারি না হায়! ছাড়িতে এ কাজ
আমিতো পাই না কোন মানিক রতন
তবু করি যাত্রী পার বুড়ো হয়ে আজ
আমার উদ্দেশ্য শুধু যাত্রীর যতন।
০৪/০২/২০২২
ফরিদপুর।
( একটি সনেট)
Post a Comment