দাসত্বের জীবন জানে না হাসতে পারে না কথা বলতে পায় না সম্মান

Story and Article


 আমৃত্যু কারাদণ্ড

-সৌরভ দুর্জয়
-----------------------
শিকলে বাধা হাত দিয়ে প্রতিবাদ করতে পারি না
রশিতে বাধা পা নিয়ে মিছিলে যেতে পারি না
আদালতের রায়ে দন্ডিত না হয়েও
যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ভোগ করছি
পেটের দায়ে ; মুনাফার দেওয়ালে ঘেরা কারাগারে
দাসত্বের ঘানি টানছি ছাপোষা বলে।
দন্ড আর জীবন একসাথে শেষ হবে বলে
একে আমৃত্যু কারাদন্ডও বলা যায়।
ছানি পড়া চোখ দুটো ক্ষুধার চাদরে বাধা
সংবিধানের ১০২ অনুচ্ছেদ পড়তে পারি না
আমার পক্ষে কেউ রীটও করে না।
তাই বুঝি এই আমৃত্যু কারাদন্ড আমাকে বাঁচায় রেখেছে
উৎপাদনের আতুর ঘরে; ক্ষুধার সরবরে।
দাসত্বের জীবন জানে না হাসতে
পারে না কথা বলতে
পায় না সম্মান
শুধু খেটে খেটে পার করতে চায় আমৃত্যু কারাদণ্ড
তবুও মুক্তি মেলে না
বন্দী আছি মুনাফার দেওয়ালে ঘেরা কারাগারে
আমৃত্যু কারাদণ্ড মাথায় নিয়ে।
২৩ জানুয়ারী ২০২০,ফরিদপুর।