পূজো করতে ভালোবাসতো , কিন্তু কোনো কুসংস্কার ছিলনা , অন্য ধর্মকে শ্রদ্ধা করতো ,
বিকল্প খোঁজা
সুদীপ চক্রবর্তী আমি আমার একটা বিকল্প খুঁজছি , এখনও পাওয়া যায়নি , খোঁজা খুঁজি চলেছে । মা ছোটবেলায় বলতো , " ভালো ছেলে হয়ে থাকবি " । ঠিক কি অর্থে বলতো বুঝতাম না , বহু দিন আমি খুঁজেছি এই ভালো ব্যাপারটা কি ? এখনও খোঁজ চলছে , মা কি অর্থে বলেছিল জানিনা , কিন্তু মায়ের কথা বলা মত আমি ভালো ছেলে হতে পারিনি । যারা ভালো বলে পরিচিত , তারা লোক ঠকাতে ভালোবাসে , নগ্ন শরীরে আগ্রহ বেশি , ইত্যাদি , আমি অন্য পথে চলেছি , তাই মায়ের স্বপ্ন পূরণ হয়নি' , মা সবটা জানালে আর ভালো ছেলের কথা বলতো না । মায়ের কথা মনে পড়লে অনেক কথা মনে পড়ে , পূজো করতে ভালোবাসতো , কিন্তু কোনো কুসংস্কার ছিলনা , অন্য ধর্মকে শ্রদ্ধা করতো , আজান হলে আমাদের চুপ করা তো , মঙ্গল বার্তা যায় বলে । যীশু ও বুদ্ধ মুর্তি তে ফুল দিত এঁরা অহিংসার পূজারী বলে , আজ মা নেই , চলে গিয়েছে অনেক দূরে , তাই আমি বিকল্প খুঁজছি , মায়ের স্বপ্ন পূরণ করতে পারি কিনা ?
Post a Comment