সময়ের সারণি বেয়ে উঠে আসে সিদ্ধ-মানুষ, সমস্ত চক্রান্তের জারিজুরি ধরা পড়ছে... বিপদ বুঝে সিন্ধু-সারসেরা দলছুট ।
সময়ের সারথি
মহীতোষ গায়েন সময়ের সারণি বেয়ে উঠে আসে সিদ্ধ-মানুষ, সমস্ত চক্রান্তের জারিজুরি ধরা পড়ছে... বিপদ বুঝে সিন্ধু-সারসেরা দলছুট । চারিদিকে ঘন অন্ধকার... চাঁদের আলোয় ঢাকা পড়ে মুখ, মুখোশ মানুষের দৃষ্টি লভ্য প্রত্যাশার পথে। সময়ের সমুদ্রে ভেসে যাবে সব হৃদয়হীন প্রয়াস,সময়ের সারথি হতে এগিয়ে আসছে ভালোবাসা,প্রেম। চক্রান্তের জালে নিজেই আটকায় হঠকারী, মাটি মানুষের সংগ্রামী জীবন গানে ভেসে যায় মননশীল চরাচর।
Post a Comment