একটু সময় দিতিস যদি সকাল কিম্বা সাঁঝে, স্মৃতিটুকু রেখে দিতাম আমার হৃদয় মাঝে।

Story and Article

 

তোর দরদী আছে,

প্রবক্তা সাধু

(স্বরবৃত্ত ৪+৪/৪+২)
-------------------
মিথ্যে হলেও বলতি যদি
ভালোবাসি তোরে,
আমার জীবন ধন্য হতো
শান্তি পেতাম মরে।
আমায় দেখে একটু হাসি
দিতিস যদি মুখে,
দুখের সাগর তুচ্ছ করে
যেতাম ভেসে সুখে।
একটু সময় দিতিস যদি
সকাল কিম্বা সাঁঝে,
স্মৃতিটুকু রেখে দিতাম
আমার হৃদয় মাঝে।
একটু খানি সদয় যদি
হতিস আমার প্রতি,
তোরে সুখের চাবি দিতে
হতাম নিষ্ঠা ব্রতী।
আসিস ফিরে ব্যথা পেয়ে
যদি আমার কাছে,
মনে রাখিস এই ভুবনে
তোর দরদী আছে।
-------------------------


২৯/০১/২০২২ প্রবক্তা সাধু।