যদি কাজ আরও বন্ধ থাকে তবে সংসার চলবে কি ভাবে ? নির্মল ভেবে ভেবেই অস্থির ,

Story and Article

 

বাঁধা ছিলো বৃষ্টি

সুদীপ চক্রবর্তী বৃষ্টিটা শুরু হয়েছিল দু তিন দিন আগে , থামার নাম নিশান নেই , আসছিলনা বাগে । শেষ রাতে অনেকটাই থেমে গেল , নির্মল ভেবেছিল সকাল হলেই কাজে যেতে পারবে , অভাবটা জাঁকিয়ে বসেছে , বেশ কিছুদিন কাজ কর্ম বন্ধ , তার উপর বৃষ্টি স্থায়ীভাবে গেড়েছে , যদি কাজ আরও বন্ধ থাকে তবে সংসার চলবে কি ভাবে ? নির্মল ভেবে ভেবেই অস্থির , কোথায় এবার যাবে সে ? নন্দিনীকে কথা দিয়েছিল এ মাসে যাবে সে , তার সাথে কয়েকদিন সময় কাটাবে , এবার সে কথা রাখতে পারবে কিনা জেগেছে সন্দেহ , একে তো অর্থ কষ্ট তারউপর প্রকৃতি করছে বিদ্রোহ , তাই আম আর ছালা দুটোই যাবে , এই আশা ছেড়ে নির্মল ভাবছে এবার কি হবে ? নির্মলের না হয় না আছে চাল চুলো , কিন্তু সবাই তো জানে নির্মল আর নন্দিনীর ভবিষ্যৎ গুলো , তবে কি শেষ পর্যন্ত সব কিছু শেষ হয়ে যাবে ? নন্দিনীর চিঠি আসে , নির্মল সাবধান থেকো আগামীতে সব কিছু ঠিক হয়ে যাবে । যদি না আসতে পারো তবে কোনো চিন্তা নেই , বাড়ির লোক বলেছে আজ না হয় কাল তো বিয়ে হবেই । নির্মল যেন প্রাণে ফিরে পায় আরও একটা প্রাণ , সব দুঃখ কেটে যাবে , মনে থাকবেনা কোনো আনচান । শান্ত মন ঠিক করবে আগামী দিনের পথ , যা দিয়ে চলবে নির্মলের জীবনের গতি , হোক তার আজ নতুন শপথ । কাজ জানা আছে , কাজ আজ না হয় কাল আসবে কাছে , নির্মল নন্দিনী শুরু করবে নতুন জীবন , যাতে ভরে থাকবে এক আনন্দময় উন্মুক্ত জীবন । মুক্তি পাবে মন , জুড়ে থাকবে অনেক কাজ , যাতে বাঁচবে সমস্ত সমাজ।