কোথাও থামতে হয় একদিন সবাই জানি এই পূর্ণচ্ছেদ অথচ জানা জ্যোতিটা জানতে খুইয়ে ফেলি দীর্ঘ সময়......।
চারলাইনে প্রাণপ্রতিষ্ঠা -১৪
রঘুনাথ চট্টোপাধ্যায় ১.আমি বেলুন ফোলাতে জানিনা অতএব, আমি গল্পকার নই আমি নীরব শব্দযোগী আমি অল্পকার ......। ২.আমি ঘুমিয়ে গেলেও জেগে থাকি রক্তে ভিতরে ভিতরে শুনি ফল্গু বেলার রহস্য শুনি আমার মধ্যেও একটা মাতৃগর্ভ অবলীলায় কষে যাচ্ছে ভ্রূণের অঙ্ক....। ৩.কোথাও থামতে হয় একদিন সবাই জানি এই পূর্ণচ্ছেদ অথচ জানা জ্যোতিটা জানতে খুইয়ে ফেলি দীর্ঘ সময়......। ৪.আমি ডালে-ডালে , পাতায়-পাতায় কিম্বা জলের উপরে চলতে শিখিনি এই অপরাধে সাজা নিতে নিতে আমি সাধক হয়ে গেছি ....।
Post a Comment