দুঃখ দুঃখ করে বেলা কাবার করে ফাটল শুধু গলা। মনের মতো হল না তো কোন কিছুই আর
ভাবার কিছু নাই
বিশ্বনাথ পাল
চলে না যা অচল তা তাও যায় না বলা দুঃখ দুঃখ করে বেলা কাবার করে ফাটল শুধু গলা। মনের মতো হল না তো কোন কিছুই আর সকল পেয়ে সচল হয়ে বইলো অশ্রু ধার। পাবার ঝোঁকে পাগল লোকে আপন মনে ধায় লোভের বালাই বলে না পালাই কাছে পেতেই চায় । আরো কাছে পেতে আরো কাছে আরো নীচে চলতে গিয়ে হায় বিচার করে বললে মোরে ভাবার কিছু নাই।
Post a Comment