উপভোগের নৌকা ভেসে যায়, নোঙর নেই বেঁধে রাখার, শুধুই ভেসে যাওয়া..
হৃদয়মর্মর
-- দীপক বেরা ধীরে ধীরে কুয়াশার জ্যাকেট সরিয়ে কিছু ধ্বনি, প্রতিধ্বনিত হয়ে ফিরে ফিরে আসে। মনে পড়ে যায় কতকিছু, সেই নীলাভ খামের আড়ালে পত্রসজ্জার কথা। বুকের ভিতর গোপন বার্তা নিয়ে খামবন্ধ চিঠিরা পায়ে পায়ে হেঁটেছে অনেকটা পথ.. ওরা থেমে গেছে বহুদিন, ক্লান্ত ভীষণ। জীবন থেকে জীবনে আসার অবলম্বন খুঁজেছে, আর একটি হৃদয়ের নিভৃতির কাছে। বিগত জীবনে, যাপনের গানে ছিল সেসব; কপোতাক্ষের ঘোলাজলে মিশে গেছে সব! প্রেম তার সুসজ্জিত শাখা-প্রশাখা মেলে মুখোমুখি বসেছে আজ--- কত সহজেই, 'প্রস্তাবনা'র শব্দবন্ধ ভেসে আসে, 'আই লাভ ইউ'! উপভোগের নৌকা ভেসে যায়, নোঙর নেই বেঁধে রাখার, শুধুই ভেসে যাওয়া.. অপেক্ষা নেই, উদ্বেগ নেই, অনুভব নেই--- সবই নাকি এখন বন্ধু-বন্ধু খেলা। অধিকাংশ কথাই যে, কানের লতির পাশে লেগে থাকে; হৃদয়মর্মর ছোঁয়া,.. অত সহজ কথা নয়!
Post a Comment