প্রয়োজন ছাড়া বাইরে যাবনা যাবনা আড্ডা দিতে; এক মিটারের ব‍্যবধানে রবো খাদ্য,ওষুধ নিতে।

Story and Article



করোনা যুদ্ধের গান

মহীতোষ গায়েন


এসো আমরা ঘরে থাকি সব

হাত ধুই স‍্যানিটাইজারে,

সবাই আমরা মাস্ক পরে

বাঁচার হদিশ পাইরে।


লক-আনলক সরকারি বিধি

মানবো আমরা ভাই,

শুকনো কাশি আর জ্বর হলে;

চলো হাসপাতালে যাই।


প্রয়োজন ছাড়া বাইরে যাবনা

যাবনা আড্ডা দিতে;

এক মিটারের ব‍্যবধানে রবো

খাদ্য,ওষুধ নিতে।


মানবজাতির বিপর্যয়ে আজ

একসাথে মিলে লড়ি,

রাজনীতি নয়,ধর্ম নয়

এসো একজোট হয়ে পড়ি।


করোনা মুক্ত করতে আমরা

প্রতিরোধী গান গাই, 

আমার বাংলা,তোমার বাংলা

মুক্তির গান গাই,বিজয়ের গান গাই।