Sing A Song - ড. ময়ূরী মিত্র

 

ড. ময়ূরী মিত্র

গতবছর লকডাউন সামান্য ঢিল দিতেই ছুটেছিলাম মায়ের কাছে | প্রায় দুমাস দেখিনি সেসময় মাকে | কষ্টকর |নির্দিষ্ট স্টপেজ বৈশাখী আসার আগেই নেমে গিয়েছিলাম জনমানবশূন্য  একটুকরো ভূমি দেখে | আমাকে বড় ভাবিয়েছিল সেদিন জায়গাটা |
        কদিন ধরে টানা বৃষ্টি | বাদলা ঝড়ে সেখানকার প্রতিটা গাছ টাকলু | নুয়ে পড়েছে  এর ওর ঘাড়ে |  মানুষ আসার বা যাওয়ার রাস্তাটাই বুঁজে গেছে মহীরুহের উৎপাতে | তার ওপরে ক্রমাগত বৃষ্টি ফোঁটা | চোখের কোলে জমে থাকা বিন্দু উপচোয় | কৈ ? এমন মোহিনী বারিষ ভুমিটাকে ঝকঝকে করতে পারছে না তো !  শালার মাটি ঢিবি পাকিয়ে নিজের existence জানান দিচ্ছে শুধ  ! ঢালু মাটিতে বর্ষা নাচ্ছে ধেই ধেই |  হ্যাঁ রে ? চষার লোক নেই -- ও ছাতার  existence নিয়ে কী করবি রে তুই ?  মর ঢেলা ঢিপপুশ হয়ে ! 
        বিড়বিড় করতে লাগল  বেয়াদব ময়ূর |  দেখতে  লাগল - আর দেখতেই লাগল | ময়ূরপানা চোখ দুখানি জ্বলল তার |
         ভূমি নিয়ে মানুষের কত লাঠিবাজি ! সীমা বাড়াতে কত কাঠিবাজি | আবার মানব বিনে এ  ভূমি কত সকরুণ ! লুটিয়েই আছে শুধু  ! বৃষ্টিচান করেও  মলিন সে জমি  !  হৃদয়ও তো  তছনছ ! দুটো কথা সে বলবে কার সাথে ?

 গতবছর এ লেখার এখানেই শেষ হয়েছিল | ঘটনা তো কিছু ছিল না | চারদিকে শুধু মড়ার ধ্বনি বের হচ্ছিল | আপনারা বলবেন --মড়ার কি কোনো শব্দ হয় ? হয় তো ! জীবন ছেড়ে যাওয়ার কষ্টের একটা কাতর রব থাকবে না ? তাই তো কাল টিভিতে ডাক্তারবাবুরা যখন যৌক্তিকভাবে  তর্ক করছিলেন কোভিড এবার কাকে খাবে শিশুকে না বুড়োকে তখন গলা অব্দি বমি উঠেছিল আমার | রিহার্সাল করতে পারিনি | এখন নিশিভোর |   ঘুম চটকে গেল যখন মনে হল --আমার এই দুনিয়ার negetive পুরোনো  লেখায় একটা নতুন প্রার্থনা জুড়ি | 

----আহা বেঁচে থাক আমাদের শিশুরা | ভূমিকে কোমল করে ফলাক  টাটকা খাদ্য | ফুল লতায় সাজাক তাদের পৃথিবী | মাটি বাজুক ঝুম ঝুম | জীবনের নিক্কন | এ আবার ফিরে পাওয়া জীবনের শব্দ | কখনো বন্দুকবাজ ধর্মান্ধের  হাত থেকে কখনো রোগের হাত থেকে | 

ভোরে উঠে মন দিয়ে প্রার্থনা করছি  |
পৃথিবী জুড়ে শিশুরা  বড়ো ভয় পেয়ে আছে |
 টিভিতে কখনো দেখছে জঙ্গির বোমায় বাবার কোলে তারই মতো ছোট্ট কেউ কাঁদছে কখনো শুনছে কোভিড এবার   কাকে ধরবে --তাকে না তার যুবক বাবা মাকে ! 
আসুন | 
দেরি করবেন না মোটে | 
সবাই মিলে প্রার্থনা করলে সেটা মিছে হওয়ার চান্স কমে | 
মা বলতেন ---
মায়ের মা বলতেন --
মায়ের পিসিমা মামীমা শাশুড়িমা বলতেন --
সব শব্দে মা 
মায়ের সব ডাকে তাই আজ সব শিশু ---


                                   ড. ময়ূরী মিত্র 



Attachments area