বুকের গহীনে কষ্টের লাভা তপ্ত নিলয় যাচ্ছে পুড়ে। যাচ্ছে সময় নীল বেদনায় করুণ সুরে।

 

Story and Article

------------" ভালোবাসার কষ্ট "-----------

------------- ডাঃ শামীম রেজা ------------ নক্ষত্রেরা সেই অযুত বছর ধরে নিজে নিজেই যাচ্ছে পুডে। তবে কি নক্ষত্রেরা ভালোবেসেছিলো! নীল আগুনে অহঃনিশি অন্তর জ্বলে। বুকের গহীনে কষ্টের লাভা তপ্ত নিলয় যাচ্ছে পুড়ে। যাচ্ছে সময় নীল বেদনায় করুণ সুরে। ভালোবাসলে অন্তর জ্বলে, ভালোবেসে ঘর পুড়ে যায় --- চাওয়াটা বেশি হলে। ভালোবাসলে কষ্টের লাভা -- উথলে ওঠে, ছোঁয় আসমান। আমি আর নক্ষত্র -- দুজনে সমান। //////// ০৬/০১/২০২১ ইং