হ্নদয়েই কোমল পদ্মবনে রত্ন সিংহাসনে তোমায় রেখেই--- কালের নিয়মেই আমি চিরতরে হারিয়ে যাবো কোন একদিন।

 

Story and Article

ইতিহাস করবে না ক্ষ মা

রামপ্রসাদ চক্রবর্ত্তী
জীবনের লুকোচুরি খেলায়
হেরে যে গেলাম অবেলায় অবহেলায়।
লাইনে দাঁড়িয়ে আছি --- করবো ভোটাধিকার প্রয়োগ। বাঁদিকে চোখ বেলাতেই -------
তুমি একটি চেয়ারে বসে রয়েছো একা
পুনরায় দেখি ফিরিয়ে চোখ ----
ভোজবাজি! চেয়ার তো ফাঁকা!
একি চাঁদ না চরকা বুড়ি --- মনে মনে ভাবি।
দূর --- দূরে থেকেই একটু চোখের দেখার নেশা
মনে ছিল আশা --- কদিন দেখি নি তো চাঁদ !
তুমি দিয়ে না দেখা দিয়েছিলে ধোঁকা
সত্যিই আমি যে কি মহা বোকা! বিষ্মিত হোই।
হ্নদয়েই কোমল পদ্মবনে রত্ন সিংহাসনে
তোমায় রেখেই--- কালের নিয়মেই আমি
চিরতরে হারিয়ে যাবো কোন একদিন।
কোন দিন এমনও আসবে সময়------
তোমাকে তোমার জীবন ইতিহাস ই
হয়তো তোমাকেই করবে না ক্ষ মা।।


-------------------