ভুবনজোড়া মারি মহামারি সারিয়ে তুলি রে আয় করিস নে দেরি আয় এক্ষণে কাল যে চলিয়া যায়

 

Story and Article

মুক্তিপথের ডাকে

মহীতোষ গায়েন


মাটি-জঙ্গল-তরঙ্গে,পৃথিবী ত্রিতাল সঙ্গে...

মারিতে ভরেছে অঙ্গ,আহ্লাদে রসরঙ্গে;

মানুষ ভোটানন্দে বাজনা বাজে ছন্দে

চলে মিটিং-মিছিল,ভোট লোটার ধন্দে।


বেয়াদবির নেই কোন শেষ চলছে দোষারোপ

লক্ষ মানুষ মরে কাতারে গরীবের ঘাড়ে কোপ,

ওরে আহাম্মক,ওরে পাষণ্ড কি যে খেলা করিস;

ক্ষমতায় অন্ধ হয়ে শেষে নিজের ভাইকে মারিস?


আয় মুক্তিপথের ডাকে,আয় হাত ধরাধরি করি

হিংসা ভুলে,বিদ্বেষ ভুলে আয় সুখের পসরা ভরি,

ভুবনজোড়া মারি মহামারি সারিয়ে তুলি রে আয়

করিস নে দেরি আয় এক্ষণে কাল যে চলিয়া যায়।