তবুও সেই মনের মানুষ হদিস পায় না এই মনের ঠিকানা, বড়ই বেসামাল এ জীবন ভালোবাসার বিভীষিকায় কেবলই মরণ
মনের ডাইরি
কলমে - শ্রী রাজীব দত্ত
কিছু কথা লেখা থাকে মনের ডাইরিতে
সেই কথাগুলো সারা জীবন নিশ্চুপ,
মনে মনেই তার সম্রাজ্য তৈরি করে
মনের বেদনায় দু নয়ন জলে ভরে।
তবুও সেই মনের মানুষ
হদিস পায় না এই মনের ঠিকানা,
বড়ই বেসামাল এ জীবন
ভালোবাসার বিভীষিকায় কেবলই মরণ।
যার কথা এমন ভাবে সারা দিনরাত
প্রতিটা ক্ষন প্রতিটা মুহূর্ত,
তার হাসি ভরা মুখ আমি দেখতে পাই
সবকিছু বাদ দিয়ে, বারবার তাকেই পেতে চাই।
এ যে এক উন্মাদনার নেশা
কল্পনার জগতে, জল্পনার রঙেতে,
বারবার শরীর টাকে ভেজাই
ঠিক ততবার বেদনার চাদরে নিজেকে জড়াই।
তুমি বড়ই স্বার্থান্বেষী কিংবা বেইমান
এ হৃদয়ের ব্যাকুলতা ,
ভালোবাসার হাজারও অভিযোগ
তুমি যে শুরু থেকে শেষ, সবেতেই বিয়োগ।
ভালোবাসি বলে একটি বার জড়িয়ে ধরো আমায়,
অনুভূতির শিহরনে,
ভালোবাসা ভরা উদ্যানে
শুধুমাত্র খুঁজে পাবে আমায়।
Post a Comment