নগরের মায়াবী শরীর তোমার আমার জন্য নয় যারা রয়েছে বিত্তবান দখলে তাদের।
আপন ঠিকানায়
-মেহের আমজাদ
চলো যাই এখানে আর নয়
ফিরে যাই আপন ঠিকানায়।
এ নগর কিছুই দেবেনা
দেবে শুধু প্রলোভন
আলো ঝলমলে দৃষ্টি নন্দন
নগরের মায়াবী শরীর
তোমার আমার জন্য নয়
যারা রয়েছে বিত্তবান
দখলে তাদের।
কেবল দুরাশার হাতছানিতে
মিথ্যে প্রহর গুনে
পড়বোনা আর দুর্বিপাকে,
চলো যাই আমাদের মায়াকুঞ্জের
আপন ঠিকানায়
যেখানে রয়েছে বিশাল সবুজ প্রান্তর
যার বুকে বিরামহীন আনন্দ
চলো যাই সেখানে
যেখানে শ্যামল সবুজের
তিলোত্তমা বুক নিসর্গ স্বরূপ
তাকে আপন করে জড়িয়ে ধরে
স্বপ্ন বুনি
খুঁজে নিই নিরাপদ নীড়।
----------------------
মেহের আমজাদ,মেহেরপুর,বাংলাদেশ।
তারিখঃ১৫/০১/২০২২
Post a Comment