আমার জীবনকে কেদারা অন্বেষণে মন হৃদয়ের কিনারা।
শিরোনাম-জীবন কেদারা কলমে-প্রদ্যোৎ কাঞ্জিলাল তারিখ-০৮/০১/২০২২ পক্বকেশ দরাজ কণ্ঠে বিস্তৃত ভালোবাসা দিগন্তে হেলেপড়া অস্তমিত সূর্যের রাগ চিরন্তন অনুভব বুক ভরা ভালোবাসা হৃদয়ের স্পর্শে জেগে ওঠে মৃতসঞ্জীবনী লতা। চোখের আলোয় দেখা এক সন্ধ্যা মনে পড়ে আজও তুমি অনন্যা ভাবনার বিলাসী পাখনায় আমার জীবনকে কেদারা অন্বেষণে মন হৃদয়ের কিনারা। উঠে আসা গোপন স্মৃতি বুক ভরা বেদনা স্মৃতির কূলে চিকচিক করে ভালোবাসার বালুকণা ধিকি ধিকি বয়ে চলে হারানো দিনের বাঁশির সুর চোখ থেকে এক বিন্দু গড়িয়ে পড়া অশ্রুকণা। তোমার অনুভবে নীল আকাশ আজও ব্যাপ্ত উদ্বেগে পড়েছে লাগাম বেদনা আজ হারিয়েছে উদ্যম কোমল হৃদয়ের টান আজও খোঁজে অজানা কোন গ্রহের সন্ধানে আস্তানা। তোমার আমার নিভৃত পথের মাঝখানে বাঁধানো সেতুর আলগা ভালোবাসার ভিত এখনো মজবুত খুঁজে চলি নতুন আলোর ঠিকানা দিশাহীন বেদনা নিয়ে যদি ঠাঁই পাই এই নীল গ্রহে সেখানে গড়ে তুলবো জীবনের স্থায়ী ঠিকানা তবুওতো অজানা হৃদয়ের অনুভব তোমাকে ঘিরে পায় নিরাপত্তা জীবন সায়াহ্নে এসে জীবন কেদারায় বসে ভাবি সেই দিনের কথা আজও করুন সুরে বেজে চলা গান...........। সমাপ্ত
@প্রদ্যোৎ
Post a Comment