প্রতিবার মকর সংক্রান্তির আগে সাগরের দূরত্ব মাপি খেরো খাতায় লিখে রাখি সম্ভাব‍্য পাপ পুণ‍্যের হিসেব

 

Story and Article

মকরস্নান

উৎপলেন্দু পাল

মকর সংক্রান্তিতে আমি কখনো সাগরে ডুব দিইনি --

আমার মকর সংক্রান্তি মানে শেষ রাতে ঘুম ভেঙে

কাঁপতে কাঁপতে কলতলায় বালতি খানেক জল ঢালা

সকাল বেলায় প্রসাদের মতো খানকয়েক পিঠে পুলি

আর বেলা গড়ালেই বুক জ্বালা এবং চোঁয়া ঢেকুঁর

তারপর সম্বৎসর সেই ছবি বুকে নিয়ে বেঁচে থাকা

প্রতিবার মকর সংক্রান্তির আগে সাগরের দূরত্ব মাপি

খেরো খাতায় লিখে রাখি সম্ভাব‍্য পাপ পুণ‍্যের হিসেব

আবহাওয়া দপ্তরে খোঁজ রাখি জলের উষ্ণতার মাত্রার 

প্রতিবারই তবিলদার হিসেবে গরমিল রেখে দেয় আর

কেঁচে যায় পূণ‍্য সলিলে বৎসরান্তের সর্বপাপহর ডুব

তবুও আমি এখনো একখানা মকরস্নানের প্রত‍্যাশায় ।