বুকের মাঝেই পোড়া মাটির গন্ধ বুকের মধ্যেই পোড়োবাড়ি, সোনালী স্বপ্নেরা পুড়ে ছাইয়ের এস্ট্রে সবুজ অংকুরে পিঁপড়ের বাড়াবাড়ি।

 

Story and Article

তবুও মানুষ ভালোবাসে

ডাঃ শামীম রেজা বুকের মাঝেই পোড়া মাটির গন্ধ বুকের মধ্যেই পোড়োবাড়ি, সোনালী স্বপ্নেরা পুড়ে ছাইয়ের এস্ট্রে সবুজ অংকুরে পিঁপড়ের বাড়াবাড়ি। যে বুকে স্বপ্নেরা খেতো লুটোপুটি যেথা এক পকেট রোদ্দুরের আশা, সেথায় আজ আগাছার চাষাবাদ ভালোবাসার হাঁসফাঁস ভাষা। তবুও মানুষ পুড়ে যেতে ভালোবাসে তবুও মানুষ পুড়ে পুড়ে অঙ্গার হয়, ছাই ভষ্মে ফিনিক্স পাখির ওড়াউড়ি নতুন করে ডানা মেলে কথা কয়। তাং-- ঢাকা, ১২/০১/২২ ইং।