উদয়ন পণ্ডিতরা দিন গোনে অনন্ত স্বপ্নের খোঁজে বৃথা হয় না জীবন বোধ খুলে যাক বিদ্যালয় তবে।

Story and Article



#"উদয়ন পন্ডিত"আজ থেকে পাঠশালা বন্ধ।

#১৩/০১/২০২২

#২৮ শেষ পৌষ,১৪২৮

#প্রদ্যোৎ কাঞ্জিলাল


স্বপ্নগুলো যাচ্ছে ভেঙে অঙ্কুরেতে বিনাশ হলে

জীবনটা তাই যাচ্ছে চলে জোড়াতাপ্পি দিতে

ইচ্ছেগুলো যাচ্ছে ঝরে স্বপ্ন কবে সাকার হবে?

বড় হবার সাধ যাচ্ছে রসাতলে।


রঙিন মনের ইচ্ছে গুলো ফানুস হয়ে উঠতে চায়

পাঠশালা বন্ধ বলে মনের গতি গেছে থেমে

বড় হবার স্বপ্ন আমরা দেখতে চাই

অবরুদ্ধ গৃহের কোণে আমরা কোণঠাসা আজ তাই।



শৈশব দেখায় আশাভরসা মনের ইচ্ছা পূরণ

রাষ্ট্রযন্ত্র অভয় দেয় না মনের কথা বলা বারণ

মারণ রোগের ভয়ে আমরা আজ তটস্থ

কবে বিদ্যালয় ফিরে পাবো আগের মতো?


কুসুম কোমল মনের স্তরে ফাটল ধরেছে অনেক

মুকুলিত স্বপ্নগুলো সাকার হবে কবে?

জীবনটা ছন্নছাড়া দিশাহারা তাই

পাঠশালা খুলে যাক শীঘ্রই এটা চাই।


উদয়ন পণ্ডিতরা ভাবে বসে বৃথাই আত্মমগ্ন

সৃষ্টির কাজ থমকে গেছে ছাত্ররা আজ জব্দ

ছাত্র সৃষ্টির কারিগররা হাতড়ে খোঁজে জীবনবোধ

ছাত্র ছাড়া পাঠশালা আজ নিজেই যেন রিক্ত।


শূন্যতা আজ ভরাট চোখে গ্রাস করেছে সভ্যতা

ছাত্র ছাড়া বিদ্যালয় কি ফিরে পাবে তার যোগ্যতা?

আরো আলো ,আরো প্রাণ ফিরে পায় যেন জীবন বোধ

আমরা যে আগামী রাষ্ট্রের নবীন স্বপ্ন।


দুচোখ জুড়ে স্বপ্ন দেখি বিদ্যালয় যাবার দিন

ফিরে পাই যেন অনন্ত স্বপ্ন মনে বাজে বিন

উদয়ন পণ্ডিতরা দিন গোনে অনন্ত স্বপ্নের খোঁজে

বৃথা হয় না জীবন বোধ খুলে যাক বিদ্যালয় তবে।


স্বপ্ন দেখি তুমি, আমি স্বপ্ন দেখে সমাজ

গড়ার ভাবনা আমি ভাবি তোমরা করো কাজ

আগামীর বার্তা দিয়ে যেতে চাই সমাজে

উদয়ন পণ্ডিতরা আজীবন লেগে থাকে কাজে

সৃষ্টির মশাল নিয়ে বিশ্বাসের বীজ ছড়িয়ে দেয় আগামী দিনে

আনে নতুনদিনের ভোর

ব্যর্থ হয় না জীবনবোধ যতই'না'থাকুক কাজে।



           সমাপ্ত@প্রদ্যোৎ