গুনগত মান লাগাই জি জান, বছর শেষের দান ঘরে ফেরে প্রাণ।
শিরোনাম : নতুন ধারা
কলমে : সুরজিৎ পাল
তারিখ : ১১.০১.২০২২
খেজুর গাছ সারিসারি
ঝুলে আছে কতো হাঁড়ি,
লোকগুলোর বারাবারি
রস বেরোয় কাড়িকাড়ি।
গাছের হয় খুব ক্ষতি
কেমনে সামলাই দুর্গতি,
বিকল্প আয়ে আসবে স্থিতি
তামাক চাষ আনবে গতি।
বেনসন কম্পানির সন্ধি
তামাক কিনবে অগুন্তি,
বজায় থাকবে মানটি
তবেই দেবে ঋণ টি ।
হাসি খুশি মন টি
দেখা যাবে পরিবর্তন টি,
ফিরবে এবার স্থিতি
জীবন পাবে গতি।
গুনগত মান
লাগাই জি জান,
বছর শেষের দান
ঘরে ফেরে প্রাণ।
কম্পানি হয় খুশি
অগ্রিম দেয় বেশি,
বাড়াই চাষের খেতি
শক্ত হয় পেশী।
কামাই ফোঁটায় হাসি
নতুন নীতিতে খুশি,
লাগেনা কোন কাজি
নিজে পরির্বতন বুঝি।
কাজের বেলা কাজি
কাজ ফুরালে পাজি,
দাদন এ নই রাজি
ধরতে হয় না বাজি।।
© সুরজিৎ পাল
@ ইন্ডিয়া
Post a Comment