তপ্ত রৌদ্রে ভ্রমর উড়ছিল তুমি কানের কাছে হাত উঠিয়ে ডাক দিয়েছিলে ইশারায় কী দ্বিধা হলো
একটি ভুল
~ কোয়েল তালুকদারভুলটি কখন করেছিলাম? ঠিক কখন? ক্লান্ত পাখির তৃষিত মর্মর দুপুরে? প্রজাপতি লুকিয়ে পড়েছিল মহুয়া বনে জলজ মেঘ শুকিয়ে গিয়েছিল। তপ্ত রৌদ্রে ভ্রমর উড়ছিল তুমি কানের কাছে হাত উঠিয়ে ডাক দিয়েছিলে ইশারায় কী দ্বিধা হলো কী শিহরণে দুলে উঠল মহুয়া বন গাঁদা ফুলের ঝাড়! ঘুম ঘুম শরীর চোখের কথা মনের কথা নিস্তব্ধ দুপুর যেন সব আলো নিভে দিল কেমন অন্ধকার! তুমি শুয়ে আছো ঘাসে মৌ মৌ মৌনতা মহুয়া বনে কেঁপে উঠল ধরিত্রী ভরে উঠল নদী মহুয়া ফুলের ঘ্রাণ তিন দিগন্ত জুড়ে ছড়িয়ে পড়ল পাখি ডাকল কবিতার মতো গাঁদা ফুলে রোদ্দুর মাখা মেঘে আকাশের ছায়ায়! কী ভুল আমরা করেছিলাম? সব কী দুপুরের স্বপ্নের মতোন ছিল? তোমার কী মনে আছে সেই ভুলটির কথা! ~ কোয়েল তালুকদার
Post a Comment