কৃষ্ণগহ্বর থেকে নির্গত বিষাক্ত নাগের হানা, দুর্গতি জানতে কেউ এগিয়ে আসেনা।
শিরোনাম : বৃদ্ধার মান
কলমে : সুরজিৎ পাল
তারিখ : ২০.০১.২০২২
গা বেয়ে উঠে আসা
আঁছোলা বাঁশে পৈশাচিক উল্লাস,
স্টেশনের পরিত্যক্ত ঘরে লুটেরার উচ্ছাস।
টিমটিম জ্বলন্ত বাতি নিয়ে হাতে,
বৃদ্ধা মায়ের গরু খোঁজা সাজে!
ভূষণ গরিমায় পরিচিতি লক্ষণ মাঝে,
বিষন্নতা জড়ানো বেহালায় করুণ সুর বাজে।
বুটের শব্দে স্তম্ভিত ফিরে আসে,
বেয়নেট যুক্ত উদ্যত বন্দুক হাতে।
পরিত্যক্ত কুঠুরিতে রক্তাক্ত যৌবন ভাসে,
রক্ষক যেথা ভক্ষক সাজে।
হৃদয়হীন কতিপয় টর্চের আনাগোনা,
এই বুড়িয়া তু ইধর সে জানা,
তহ্কিকাত চল রহা হ্যায় না।
বৃদ্ধার প্রাণ কাঁপানো কান্না,
দারিদ্রতার সাথে লুন্ঠিত তার কন্যা।
কৃষ্ণগহ্বর থেকে নির্গত বিষাক্ত নাগের হানা,
দুর্গতি জানতে কেউ এগিয়ে আসেনা।
শত কালিমা লেপন, তবু স্থির ইদিআমিন,
পলাশ বনে আগুনে রং মলিন,
ফুটপাতে পরিত্যক্ত নিস্প্রাণ 'বৃদ্ধার মান'।
© সুরজিৎ পাল
@ ইন্ডিয়া।
Post a Comment