যারা সারা দিন সচ্ছ পোশাকে নিজেকে ডেকে রাখে। তারাও গভীর রাতে দামি গাড়িতে প্রবেশ করে নিষিদ্ধ পল্লীর গলিতে।

 

Story and Article

ভালোবাসা প্রয়োজন

কলমে - শ্রী রাজীব দত্ত
ভাবতেও কি অবাক লাগে না? কিছু মানুষ, যারা সারা দিন সচ্ছ পোশাকে নিজেকে ডেকে রাখে। তারাও গভীর রাতে দামি গাড়িতে প্রবেশ করে নিষিদ্ধ পল্লীর গলিতে। সব্জি কেনার মতন করে ভালো দরদাম করে বেছে বেছে নিজের পছন্দ মত নিজের চাহিদা পূরণ করে। আর অন্যদিকে ঘরে বউকে নোংরা মেয়েছেলে বলে গাল মন্দ করে। আর সেই পতিতা হয়ে ওঠে সেই রাতের রানী। পরে দিন দেখা হলে সেই মেয়েটি হয়ে যায় রাস্তার মেয়েছেলে। ওই ঘণ্টা খানেকের সুখ মানুষকে ক্যামন অমানুষ বনিয়ে দেয়। যাদের নোংরা পতিতা ইত্যাদি বলে সম্মধন হয়, তখন তারাই পরম শান্তির অমৃত পান করায়।

তবে সেই দামি গাড়ির গরিব ড্রাইভার সেই নিষিদ্ধ পল্লীর গলিতে দাড়িয়েও নিজের সংসারের কথা ভেবে। হয়তো সে ভাবে, কাজে আসার সময় বউটার সাথে রান্না নিয়ে ঝামেলা হয়েছে বা পকেট থেকে টাকা নিয়েছে বউ তাই কথা কাটাকাটি হয়েছিল তারই অনুসুচনা করে সে। তবুও অন্যের সাথে সম্পর্কের কথা স্বপ্নেও ভাবে না সে। তার টালির চালে রোদ, বৃষ্টির পাশাপাশি স্নেহ, মায়া, প্রকৃত ভালোবাসাও পড়ে। কিন্তু কোটি টাকার ফ্ল্যাটে দামি দামি সেন্টের গন্ধ এর সাথে শুধু টাকার গন্ধ পাওয়া যায়, সেখানে স্নেহ, মায়া, প্রকৃত ভালোবাসা খুব একটা দেখা যায়না।

তাই শহরের বহুতল অট্টালিকা হোক বা সেই শহরের বস্তির কোন টালির চাল, সব কিছুর আগে প্রয়োজন ভালোবাসা, সম্পর্কের বিশ্বাস আর দায় বদ্ধতা।

*ভালোলাগলে শেয়ার করবেন।