Home শিরদাঁড়া - রঞ্জিত দে তেমনি করেই কবিতাতে শিরদাড়াটা আসে কার যে কত সোজা সেটা আলোচনায় ভাসে। শিরদাঁড়ারঞ্জিত দেশিরদাঁড়াটা সোজা রাখাঅনেক কঠিন বটেঅপ্রিয় সব সত্যি বলানয়তো সহজ মোটে।একটা শরীর গঠন হয়শিরদাঁড়ারই ওপরনইলে সেটা নুইয়ে পড়েসোজা থাকাই দুস্কর।তেমনি করেই কবিতাতেশিরদাড়াটা আসেকার যে কত সোজা সেটাআলোচনায় ভাসে।শিরদাঁড়াটা থাকলে পড়েমানুষ তাকে মানিযার সেটার অভাব সেগুরুত্বহীন প্রানী।
Post a Comment