তেমনি করেই কবিতাতে শিরদাড়াটা আসে কার যে কত সোজা সেটা আলোচনায় ভাসে।

 

Story and Article


শিরদাঁড়া

রঞ্জিত দে

শিরদাঁড়াটা সোজা রাখা
অনেক কঠিন বটে
অপ্রিয় সব সত্যি বলা
নয়তো সহজ মোটে।
একটা শরীর গঠন হয়
শিরদাঁড়ারই ওপর
নইলে সেটা নুইয়ে পড়ে
সোজা থাকাই দুস্কর।
তেমনি করেই কবিতাতে
শিরদাড়াটা আসে
কার যে কত সোজা সেটা
আলোচনায় ভাসে।
শিরদাঁড়াটা থাকলে পড়ে
মানুষ তাকে মানি
যার সেটার অভাব সে
গুরুত্বহীন প্রানী।