স্বপ্ন দেখার ইচ্ছা গুলো আজও পোষণ করি ভালো লাগে ওই প্রকৃতির কোলে নিয়ত বিচরণ।
#জীবন ভীষণ সুন্দর
#প্রদ্যোৎ কাঞ্জিলাল
#১৮/০১/২০২২ জীবন ভীষণ সুন্দর ছুটছি জোরে জোরে আকাশ ঝুঁকে আসে কোলের কাছে দুচোখ ভরে আকাশ দেখি নদীর জলোচ্ছ্বাস, বাতাস যেথায় আলিঙ্গন করে নদীর দীর্ঘশ্বাস। দুচোখ ভরে আকাশ দেখি নীল নীলিমায় নীল মনের কোণে বাসা বাঁধে শুভ্র মেঘের ভেলা বলাকার ঝাঁক যায় উড়ে দিগন্তে পাঠায় ডাক আলোর ছটা ছড়িয়ে পড়ে আকাশ জুড়ে আবির খেলা মনের কোণে বাসা বাঁধে হৃদয় দেওয়ার পালা। ঝরনা ছুটে দূর সাগর পানে মনের গভীরে প্রোথিত ভালোবাসা জীবন ভীষণ সুন্দর স্বপ্ন দেখায় আশা ভালো লাগার মুহূর্ত গুলো জড়িয়ে থাকে আবেশে হৃদয় দেবার নেই কোন তিথি উঠে দেখি শুভ্র সমুজ্জ্বল ভোরে। দুচোখ জুড়ে ভালোবাসা স্নিগ্ধ গ্রামের পরশ মনের আনন্দে ঝরনা ঝরে প্রকৃতি হাসে বড় সুন্দর জীবন চলে নিজের গতিতে স্বপ্ন ধাবমান বাতাস পাঠায় ইশারা তাই আমি আনন্দে মুহ্যমান। স্বপ্ন দেখার ইচ্ছা গুলো আজও পোষণ করি ভালো লাগে ওই প্রকৃতির কোলে নিয়ত বিচরণ। জীবন আমায় শিক্ষা দেয় ভালোবাসাতে পাই ভরসা দুচোখ ভরে আকাশ দেখি হৃদয় নদীর কূলে বসে আকাশটা তাই চাইছি ছুঁতে মনের মত করে। জীবনের ছবি আঁকছি কবি আমার মনের ভাবে মনের পরোতে পরোতে ছড়িয়ে আছে রঙিন ছবির আভাসে ইচ্ছে আমার অনেক রকম দেখছি চোখে নতুন ছবি ভালোবাসা এঁকে দিয়ে যায় হয়ে উঠি রঙিন মনের কবি। প্রকৃতির কোলে বিচরন করি তাই সবই লাগে ভালো সৃষ্টির এই অসামান্য রূপে মুগ্ধতায় অনেক আলো। @প্রদ্যোৎ
Post a Comment