একটু তোমাকে দেখার সুখে কিংবা অসুখেও আমার অন্তর অলংকৃত তুমি সুরঝঙ্কার

 

Story and Article

আমারও অহংকার

রামপ্রসাদ চক্রবর্ত্তী

তোমার চোখের আলোতে ছায়াতে
আবেশে বিবশ মায়া ব্যথা ভার যতো
ভালোবেসে তোমাকে --- হ্নদয়ে ভরে নিয়েছি তো!
একটু তোমাকে দেখার সুখে কিংবা অসুখেও
আমার অন্তর অলংকৃত তুমি সুরঝঙ্কার
ভালোবাসি তোমাকে-- এতো আমারও অহংকার।
কথা যে হয় নি বলা--- সে কথা বলবো কবে আর।