সে কি চলেই যায় বরাবরের মত?
যে চলে যায় ..
-- দীপক বেরা
আস্ত একটা বছর হেঁটে চলে গেল
নিঃশব্দে নির্জনে কালের অন্ধকারে
বছরের শেষ সূর্যাস্তের সাথে পশ্চিম দিগন্তের
কোনও এক নক্ষত্র উপত্যকায়..
যে ছিল এতদিন অস্তিত্বের দ্যোতনায়
আমাদের দিনযাপনের প্রতিটি দিনলিপিতে,
আজ সে বিযুক্তির কোনও এক অনস্তিত্বের সংজ্ঞায়।
গৃহস্থ সরিয়ে ফেলে বাতিল ক্যালেন্ডার
ঘরের দেয়াল থেকে জঞ্জালের স্তূপে
পুরাতনকে সরিয়ে নতুন বছর আসে উষ্ণ আলিঙ্গনে।
যে চলে যায়,
সে কি চলেই যায় বরাবরের মত?
নাকি জেগে থাকে অলক্ষ্যে
ভাঁজ করা বাতাসের নৈঃশব্দ্যে
বিষণ্ণতার নিজস্ব আলোয় একান্ত ব্যক্তিগত কথোপকথনে
একদা বিশেষ ব্যবহৃত শব্দের অনুচ্চারিত অনুরণনে!
Post a Comment