ফুটপাতে কড়াইশুটি ফুলকপি দিয়ে সিঙ্গারা নেই , হিঙ্ কালোজিরে দেওয়া নিমকি নেই , কমলা লেবু নেই , ঝোলাগুড় দিয়ে হাতগড়া রুটি নেই ,

Story and Article


ফুটপাতের ভাষা 

সুদীপ চক্রবর্তী

শীতের সাথে ফুটপাতের দ্বন্দ প্রায় শুরু থেকে ,

মনে হয় কোলকাতার গোঁড়া পত্তন পর ,

ফুটপাতের আবাসিকদের বর্ষা শীতে ঝগড়া বাড়ে ।

মশারি টাঙিয়ে নিয়ে সংসার পেতে দিলে , ওরা জীবনের যুদ্ধ করে ।

ফুটপাতে কড়াইশুটি ফুলকপি দিয়ে সিঙ্গারা নেই ,

হিঙ্ কালোজিরে দেওয়া নিমকি নেই ,

কমলা লেবু নেই , ঝোলাগুড় দিয়ে হাতগড়া রুটি নেই ,

রোদে পোড়া লেপ ,বালিস ,তোষক নেই ।

শুধু নেই আর নেই ,মানে কিছুই নেই ,

অজস্র ফুঁটো চাদরে ঢাকা শরীরে , ফাঁক ফোকর দিয়ে হাওয়া ঢোকে কুকুর কুন্ডলিতে ,

রাতভর এককাতে শোওয়া , হবে না এপাশ ওপাশ হওয়া ,

ঠান্ডা চেপে ধরে , এ সংসারে অভাব অনেক ,

তবুও ঋতুরা আসে একেরপর এক ,

কুলকুলিয়ে ঘাম আসে , মিছিল আসে , আবার মাঝ রাতে দেনা পাওনা সারে উর্দি ছাড়া পুলিশে ।

টুপটুপিয়ে  আকাশ থেকে জল ঝরে ,  চুপিসারে গাছের নিচে ,তখন ফুটপাতের এই সংসার দিন-রাত নড়াচড়া করে ।

বসন্তে যবে হাওয়া বয় ,

উদাস মন কথা কয় ।

অনেক গল্প, অনেক স্বপ্ন ,

সেখানে উদয় হয় ,

নুন আর পান্তাতে রোজ ঝগড়া হয় ,

পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মেশালে কিছুটা শান্ত হয় ।

শীতে খুব কষ্ট দেয় , পান্তার ঠান্ডা , হাঁড় গোড় কেঁপে উঠে ,

ঠান্ডা কে বকে দেয় , কভু এ চত্তরে আর এস না ।

তবুও পৃথিবী চলে কভু তাড়াতাড়ি , কভু দোলা চালে ,

নেই নেই সংসারে ফুটপাত আজও ভালোবাসা ঢালে ।

নিতান্তই দিন আনা দিন খাওয়া জগৎ , এক ঘেয়েমি লেগে থাকে ,ছড়ায় না পথে ।

তবুও প্রেম আসে , ফুল ফোটে মনে , 

সংগ্রামে দিন যায় দেওয়ালের কোনে ।

মরন বাচন আজ প্রশ্নের অতীত ,

প্রাণ থেকে প্রাণ আনে জীবনের ভিত ।

যদি থাকে প্রাণের স্পন্দন , সেটা নিয়ে বেঁচে থাকা জীবনের অন্তিম ছন্দম ।