ব্যাস ব্যাস আছি বেশ --- বধিরতা কৌতুহলে আমার অন্ত রে নেই কোন পর্দা তোমার জানালায় অনেক দামী পর্দা র মতো
তোমার ই তো বলার কিছু কিছু কথা
রামপ্রসাদ চক্রবর্ত্তী
সঠিক টা তুমি ই বলতে পারো! অনুরোধ কথা বলো --- অনেক কথা -- বলতো আমার তুমি মহাশ্বেতা-- এই বেঁচে বরত্তে থাকার অর্থ কী?
জীবনের পৃষ্ঠায় পৃষ্ঠায় অতীত আঁকড়ে তুমি
জীবনে আমার-- তুমি যে শুধু আমার।
ব্যাস ব্যাস আছি বেশ --- বধিরতা কৌতুহলে
আমার অন্ত রে নেই কোন পর্দা তোমার জানালায়
অনেক দামী পর্দা র মতো-- আমি যে গরীব
নেই যে আমার আপন গরিমা --- ---
তবুও যে তুমি আছো হ্নদয়ে আমার
আপন গরিমায় ভালোবাসায় আছো ---
খুব খুব ভালো বাসি যে তোমাকে।
কেন তবে মজেছে এমন একটা নদীর কিনারে
স্মৃতি টুকু জমিয়ে রাখা --- মর্জিনা হতে পারো না?
সঠিক টা তো তোমার ই বলার কথা -----
কল্পনার কথাকলি
রামপ্রসাদ চক্রবর্ত্তী
আমার ই জীবনের ছেঁড়া খাতায়
আরো আমার না বলা কথাকলি
জানো --- গল্প হতে চেয়ে ছিল!
গল্প না হয়ে কবিতার আকাশ।
আমার প্রিয়ার চোখের তারায়-----
আকাশ কুসুম কল্পলোকে জ্যোৎস্না রাতে
নিদ্রা হীন সোহাগ খোঁজে রাত বিরেতে।
কথা কলি সব কালের গর্ভে --- ঘুম পাড়ানির দেশে
আসবো। আসবো ফিরে তোমার চোখে রেখে
হয়তো তোমার স্মৃতিতে
একান্তে --- মন মানে না ---- দিনের শেষে।।
Post a Comment