অর্থ,বিষয়সম্পত্তির আকর্ষণ হেরে যায় ছায়াপুরুষের নির্মুখোশভাবে।

 

Story and Article

ছায়াপুরুষ

সুদীপ ঘোষাল
ফাগুনের হাওয়ার মত বাসন্তীপরশে মুখর অরণ্যানী।এক গোপন ছায়াপুরুষ মৌনব্রতে ধ্যানমগ্ন বিস্তৃত আকাশজুড়ে। ছায়াজোড়া অশ্বত্থ বৃক্ষ থেকে ঝরে পড়ছে কমনীয় গুণ।একচিলতে মেঘের আড়ালে বসন্ত জড়িয়ে নিয়েছে কামিনীর প্রশাখা।লতায়পাতায় আষ্টেপৃষ্টে আচ্ছন্ন আবেশে আরামের অনুনাদ। উভয়দিকে কি অকৃত্রিম সাড়া।চাইলেই এই স্তর ভেদ করে উপনীত হওয়া যায় না মনের অতল পুকুরে। তারজন্য প্রয়োজন তৃতীয় স্তরের স্তম্ভনের প্রাকৃতিক ঈশারা।অর্থ,বিষয়সম্পত্তির আকর্ষণ হেরে যায় ছায়াপুরুষের নির্মুখোশভাবে।অরণ্যের পশুপাখি শেখায় প্রকৃতিরক্ষার পাঠ।কাগজের কচকচানি ছেড়ে জীবনের পাঠ শেখায় প্রকৃতির উদার আহ্বান।সুক্ষতরঙ্গে ভাসে জ্ঞানবাতসের ঢেউ।বাতাসে ভর করে আসে সরলতা। সরলতার গভীরে পরাজিত হয়ে ডোবে লোভ,লালসা আর বিদ্বেষ। পরিশেষে আসে যে,তার সংজ্ঞা অসংজ্ঞাত।অসীম তার ব্যাপ্তি, বিশাল তার আনন্দনগর।সেই আনন্দপরশে ডুবে মোহিত হয়েছেন জ্ঞানীগুণীজন।ছায়াপুরুষ মাথার উপর থেকে হাত নাড়েন হাসিমুখে...