মাঠের প্রান্তে পাকা ধান শুয়ে আছে সোনালিকা বর্ণের কবিতা হয়ে ওঠা তুমি।
#ভেজা স্মৃতি
#প্রদ্যোৎ কাঞ্জিলাল
#১০/০১/২০২২
#২৫শে পৌষ,১৪২৮
মনের কোণে আঁধার ঘনায় আকাশ মেঘলা
স্মৃতিরা সব ভিজে গেছে মনের রেলিং ধরে আমি একলা
আইভি লতা বাঁধ ভেঙেছে রেলিং বেয়ে ওঠে
প্রেমে পড়ার ইচ্ছেটুকু আজও জেগে আছে।
শহরটা আজ রাস্তায় নেমেছে অন্ধকারে গিয়েছে ঢেকে
রাস্তার ব্যস্ততা অপ্রতুল জনারণ্যে গিয়েছে ভেসে
মনের আলপথ ধরে হৃদয়ের কিনারায় পৌঁছে অনুভবে দিলাম সাড়া
ইচ্ছেগুলো লেগে রয়েছে গ্রামের মেঠো পথে ঘ্রানে দিশেহারা।
রোদ-বৃষ্টি যুগপৎ একসাথে মিলে গেলে
সমঝোতা করে রোদ-বৃষ্টির সাথে
শহরের রাস্তার ব্যস্ত জীবনে সুর তোলা ধ্বনি
মাঠের প্রান্তে পাকা ধান শুয়ে আছে
সোনালিকা বর্ণের কবিতা হয়ে ওঠা তুমি।
স্মৃতি ঘেরা ভালোবাসা
দীপ্ত চোখের চাউনি
অবগুণ্ঠন উন্মোচন করে
দুচোখ মেলে ভীরু চাউনি।
@প্রদ্যোৎ
Post a Comment