কলম তো দিয়েছো হাতে শুধু নৈবেদ্য চেয়েছো তোমার নির্দিষ্ট ধারাপাতে

Story and Article

 

প্রভুত্ব ...

- রামকৃষ্ণ ঘোষ প্রভু , কলম দিয়েছো হাতে শুধু নৈবেদ্য চেয়েছো তোমার নির্দিষ্ট ধারাপাতে ! লাঙলের ফলা ভূমি খুঁড়ে মরে জমিও সীমানা জরিপ করে - কতটা শিখেছে বীজ তোমার বর্ণমালা ..! নিঃশব্দের বুকে হাহাকার করে মাটির নিরীহ জ্বালা । ফসলের গানও মন দিয়ে শোনে তোমার পাঁচালী পড়া, ভুল করে গান বেসুরো শোনালে দাম দিতে হবে চড়া ! অধিকার-দাবী, সবই জলছবি ফুল যেন ফোটে পায়ে , গান লেখো তবে -- আমার দেশেতে দুধে-ভাতে মা'য় পো-এ ! প্রভু , কলম তো দিয়েছো হাতে শুধু নৈবেদ্য চেয়েছো তোমার নির্দিষ্ট ধারাপাতে !!


খোঁজ

রামকৃষ্ণ ঘোষ একটা আকাশ খুঁজছি আমি রোজ মনের মতো ঠিক যেখানে সাদা মেঘের ডানা মর্জি মাফিক ঘুরতে ঘুরতে উড়তে তো নেই মানা তোমার জন্য বিশ্ব জুড়ে চলছে তারই খোঁজ। একটা স্বপ্ন আমার আসে রোজ মানুষ মতো প্রাণী যাদের মাথার উপর ফাঁকা পশম পশম উষ্ণতাতে শীতের আমেজ মাখা স্বপ্নে তাদের সেই আমেজের করেই চলি খোঁজ। খুঁজেই চলি সেই পৃথিবী সবার হাতে হাত মনের ভেতর সুখের বসত পাতে দুধ আর ভাত !


রামকৃষ্ণ ঘোষ সম্পাদক : "আকাশের নীচে" পত্রিকা গ্রাম ও পোস্ট: পারুলিয়া, জেলা : পূর্ব বর্ধমান , পিন নং - ৭১৩৫১৩ চলভাষ: ৯৯৩৩১২২৫৯৬