অশ্রুধারা জাহ্নবীর পুণ্যস্রোতা যেন, ভেসে যাই সেই ধারা পরে - উজানিতে লখিন্দর হয়ে।

 

Story and Article

মধুবন্তী

সুব্রত মজুমদার যে হাত ধরেছি তোমার, সে হাত ধরে রব চিরকাল; সুখ দুঃখ কান্না হাসির দোলাচলে জীবন মধুর হোক প্রেমের পরশে। তোমার ঠোঁটের লালি পলাশের ঈর্ষায় রঙিন, অশ্রুধারা জাহ্নবীর পুণ্যস্রোতা যেন, ভেসে যাই সেই ধারা পরে - উজানিতে লখিন্দর হয়ে। মন মাঝি উদাসীন নেই তার দায়, ভেলা ভাসে উজানির স্রোতে। এমনি করেই কাটে কাল, যে কান্না ধোয়ায় গাল যে হাসিতে টোল পড়ে যায় সব নিয়ে এই ভালোবাসা। মৃত্যু যা ছিনিয়ে নেয় সেতো নয় বন্ধন মোদের, এ বন্ধন জরা-মৃত্যুহীন, এ যে হৃদয়ের শততন্ত্রীপরে অনাহত লয়ে আনন্দেতে বেজে ওঠা মধুবন্তী রাগ।