খেয়া নেই মাকড়সা কুয়াশা খড় বিছানো মাঠ শিশিরে ভিজে একাকার আগুনের দাহ হতচ্ছাড়া নিস্তেজ পৌষে।

 

Story and Article


দিচ্ছে না উঁকি

মোখলেছুর রহমান


উষ্ণতা পত্র প্রাপ্তি অসহজসাধ্য হিম রাত্রির ঘন অন্ধকার পেরোতে সর্বনাশ লেগে আছে ওৎ পেতে দুপাশে গভীর খাদ খেয়া নেই মাকড়সা কুয়াশা খড় বিছানো মাঠ শিশিরে ভিজে একাকার আগুনের দাহ হতচ্ছাড়া নিস্তেজ পৌষে। আচম্বিতে শীতার্ত বাতাস চোখ গেলে চলে যায় বরফের মতো চেপে ধরে থাকে বুকে অনেকক্ষণ কাঁপুনি ঝড় পেরোতে চাঁদ লন্ঠন দিচ্ছে না উঁকি বিরাট পাথারে ।