হ্নদয়ে ছিল যতো আমার যত্নের অভিমান মর্মাহত বেদনায় আকুল কাঁদিয়া ভাসায় বুক। অন্তরে থাকে আছেও এতো কাছে তবুও যেন দূর------ বহু দূর মনে হয়।
স্বাভিমান ও ভেসে যায়
রামপ্রসাদ চক্রবর্ত্তী
ঝিরঝির এই বৃষ্টি ভেজা রাত গভীরে
হ্নদয়ে ছিল যতো আমার যত্নের অভিমান
মর্মাহত বেদনায় আকুল কাঁদিয়া ভাসায় বুক।
অন্তরে থাকে আছেও এতো কাছে
তবুও যেন দূর------ বহু দূর মনে হয়।
ভালোবাসা যে বড়ই অসহায়--- হায়
বৃষ্টি ভেজা রাতের আলোছায়া মায়াতে
কামনার নীল জলে স্বাভিমান ও ভেসে যায়
কোথায়! কোন ঠিকানায় ------
না না কেউই জানে না বোধহয়!
Post a Comment