জন্মদিনে আশীষ আমার লম্বা সুখী আয়ু, এই আবেদন পৌঁছে দিবে বাংলাদেশের বায়ু।

Story and Article
 তৈমুর খান সমীপে,

(জন্মদিন উপলক্ষ্যে)------------------------- কবি বলেই তোমায় চিনি বাংলা ভাষার কবি, কাব্য তো নয় তোমার লেখা বাস্তবতার ছবি। হয়তো থাকো অন্য দেশে কিন্তু আচার একি, তোমার মাঝে বাংলা মায়ের আসল সুরত দেখি। জন্মদিনে আশীষ আমার লম্বা সুখী আয়ু, এই আবেদন পৌঁছে দিবে বাংলাদেশের বায়ু। ---------------------------------- ২৭/০১/২০২২ প্রবক্তা সাধু।