হাজার শিল্পী হাজার কবি ভিন্ন মনের ভিন্ন ছবি, আরো অনেক বিষয় আছে তুলছি ধরে সবার কাছে

 

Story and Article

কাব্য সুধা,

(স্বরবৃত্ত ৪+৪)
------------------
এই ভুবনে দু'চোখ পেতে
দেখছি দুখে হর্ষে মেতে,
নানান ধরম বর্ণ জাতি
নানান কৃষ্টি রীতিনীতি,
হরেক ভাষা হরেক আশা
মিলন বিয়োগ ভালোবাসা,
লম্বা খাটো সাদা কালো
কিছু খারাপ কিছু ভালো,
ফুলের সুবাস পাখীর কুজন
প্রজাপতি অলির গুঞ্জন,
বিলে ঝিলে শাপলা হাসে
নদীর জলে নৌকা ভাসে,
ধনী গরীব নরম গরম
নিলাজ কিম্বা লজ্জা শরম,
শীতল ঋতু বাদল খরা
শুকনো নদী উদক ভরা,
হাজার শিল্পী হাজার কবি
ভিন্ন মনের ভিন্ন ছবি,
আরো অনেক বিষয় আছে
তুলছি ধরে সবার কাছে,
সমাজ নিয়ে তোমায় নিয়ে
লিখছি কাব্য দরদ দিয়ে,
পড়লে আমার কাব্য সুধা
মিটবে মনের তৃষ্ণা ক্ষুধা।
-----------------------------


২২/০১/২০২২ প্রবক্তা সাধু।