তোমার আমার বিশ্বাস সেটাও নেই বললেই চলে, তুমি তাই অন্যের হলে কিছুই না বলে।
তোমার আমার
শ্রী রাজীব দত্ত তোমার আমার গল্প গুলো খুবই অল্প ছিল, তাই চোখের পলকেই মহাশূন্যে হারিয়ে গেলো। তোমার আমার পথটাও ছিল খুবই আঁকাবাঁকা, তাইতো মাঝ পথে হারিয়ে আজ আবার আমি একা। তোমার আমার বিশ্বাস সেটাও নেই বললেই চলে, তুমি তাই অন্যের হলে কিছুই না বলে। যাক তুমি নয় এভাবেই অন্যকে নিয়ে ভালো থেকো, পুরো স্মৃতি ভুলে তাকে অন্তত ভালো রেখো। শেষ বেলায় এটুকু বলার নিশ্চই প্রথমকে ভালোবাসোনি বলে, সব অতীতটাকে ভুলে দ্বিতীয়র কাছে গেলে চলে।
Post a Comment